Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পর্দা নামল একুশে বইমেলার : নতুই বই ৪,৮৩৪টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ২ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পর্দা নামল একুশে বইমেলার : নতুই বই ৪,৮৩৪টি

ছবি- সংগৃহীত

ঢাকা : বই প্রেমীদের ব্যাপক উপস্থিতি ও বই বিক্রির মধ্যে দিয়ে লেখক, পাঠক ও প্রকাশকদের বার্ষিক মিলনমেলা একুশে বইমেলার পর্দা নেমেছে শনিবার। এবার শেষ মুহূর্তে এসে মেলার সময় দুদিন বাড়ানো হয়েছিল।

মেলার শেষ সময়ে এসে বই বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অতিরিক্ত দুই দিন সময় যোগ হওয়ায় বই বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক প্রকাশক।

বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ দিনেও ৬৩টি নতুন বই মেলায় এসেছে। এ নিয়ে এবারের মেলায় মোট ৪ হাজার ৮৩৪টি নতুন বই প্রকাশিত হলো।

প্রকাশিত হওয়া বইয়ের মধ্যে রয়েছে- গল্প ৭৫৭টি, উপন্যাস ৬৯৮টি, প্রবন্ধ ২৭২টি, কবিতা ১৬০৮টি, গবেষণা ৮০টি, ছড়া ১৪৮টি, শিশুতোষ ১৫০টি, জীবনী ১৬৭টি, রচনাবলী ১৫টি, মুক্তিযুদ্ধ ১১০টি, নাটক ৪৩টি, বিজ্ঞান ৭৭টি, ভ্রমণ ৮৫টি, ইতিহাস ৭৭টি, রাজনীতি ৩৩টি, রম্য/ধাঁধা ৩৭টি, কম্পিউটার ৫টি, ধর্মীয় ২৫টি, অনুবাদ ৩৮টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ৪৫টি এবং অন্যান্য ৩৩০টি।

গত ২৮ ফেব্রুয়ারির তথ্য অনুসারে এবারের বইমেলায় প্রকাশকরা প্রায় ৭৮ কোটি টাকার বই বিক্রি করেছেন। যা গত বছরের তুলনায় সাড়ে ৭ কোটি টাকা বেশি। এছাড়া বাংলা একাডেমি নিজেও ২ কোটি ১৫ লাখ টাকার বই বিক্রি করেছে।

ইউ.এন.বি নিউজ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer