Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করুন: ড. কামাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২৩ মার্চ ২০১৯

প্রিন্ট:

পরিবহন খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করুন: ড. কামাল

ঢাকা : পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এ খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবং যথাযথভাবে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

ড. কামাল বলেন, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে শুধু দুর্নীতিই ছড়ায় না, আইনের প্রতি মানুষকে উদাসীনও করে তোলে। এতে করে দেশের সামগ্রিক আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়। পরিবহন খাতসহ সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

তিনি আরও বলেন, পরিবহন খাতে নৈরাজ্যের প্রধান কারণ হলো সুশাসনের অভাব। সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষতা ও আইনের কার্যকর প্রয়োগ জরুরি।

গণফোরাম সভাপতি কামাল বলেন, পুলিশকে অবশ্যই আইনের প্রয়োগ করতে হবে, যাতে করে প্রকৃত লক্ষ্য বাস্তবায়ন হয়। কিন্তু পুলিশ যদি কারো দ্বারা প্রভাবিত হয় তাহলে তারা দুর্বল হয়ে পড়বে এবং আইনের শাসন থেকে দূরে চলে যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer