Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভারত : ভূ-বিজ্ঞানীদের উদ্বেগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ৮ আগস্ট ২০২০

প্রিন্ট:

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভারত : ভূ-বিজ্ঞানীদের উদ্বেগ

খুবই কম সময়ের ব্যবধানে ভারতের উড়িষ্যা ও আসামে শনিবার ভূমিকম্প হয়েছে। উড়িষ্যায় সকালে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮ আর আসাম রাজ্যে ৩.৫। খবর এনডিটিভির।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে উড়িষ্যায় কম্পনের তীব্রতা ছিল ৩.৮। বেরামপুরের দক্ষিণ-পশ্চিমে ৭৩ কিমি দূরে ছিল কম্পনের উত্‍সস্থল।তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কম্পন অনুভূত হতেই ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। কম্পন আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন।

এর আগে, জুলাইয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সাতদিনে ২৫ বার ভূমিকম্প হয়েছে। চলতি বছরে এতবার ভূমিকম্প হওয়ায় দেশটির ভূ-বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer