Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

পবিত্র শবেবরাতের ছুটি ২২ এপ্রিল পুনর্নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ১৭ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

পবিত্র শবেবরাতের ছুটি ২২ এপ্রিল পুনর্নির্ধারণ

পবিত্র শবেবরাতের ছুটি ২২ এপ্রিল পুনর্নির্ধারণ করেছে সরকার। নির্বাহী আদেশে আজ বুধবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৯ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ৭ এপ্রিল শাবান মাস শুরু ধরে ২১ এপ্রিল শবেবরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবেবরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ৮ এপ্রিল। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২১ এপ্রিল। এ জন্য শবেবরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ২২ এপ্রিল করা হয়েছে।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ২১ এপ্রিল (রবিবার) বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। অন্যদিকে শবেবরাতের ছুটি ২২ এপ্রিল (সোমবার)। ফলে সোমবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এতে রবি ও সোমবার দুদিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer