Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

পদত্যাগ করছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পদত্যাগ করছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস

ঢাকা: ক্ষুদে বার্তার ওয়েবসাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও এক সময়ের প্রধান নির্বাহী ইভান উইলিয়ামস পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করছেন।

শুক্রবার ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নথি থেকে জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ উইলিয়ামস বোর্ড থেকে সরে দাঁড়াবেন।

উইলিয়ামস নথিতে উল্লেখ করেন, ‘১৩ বছর অবিশ্বাস্য সময় কেটেছে। টুইটারের সাথে থাকতে পেরে আমি গর্বিত’।

 ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ সালের জুলাই মাসে জ্যাক ডরসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

মাইক্রোব্লগিং ওয়েবসাইট, খুদে বার্তার সাইট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে টুইটার পরিচিত। যাত্রা শুরুর পর থেকেই টুইটার বিশ্বে যোগাযোগ মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের অবস্থানে থাকলেও কখনও কখনও বিতর্কিতও হয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer