Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পটুয়াখালীর ২২ গ্রামে আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ১২ মে ২০২১

প্রিন্ট:

পটুয়াখালীর ২২ গ্রামে আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে

পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে এসব পরিবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে।

সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ প্রাঙ্গণের জামে মসজিদে তাঁদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ঈদের জামাতে অংশ নেন।

খতিব মাওলানা মোহাম্মদ শফিকুল গনি বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদ পাওয়া গেলে তাঁরা ঈদ উদ্‌যাপন করতে পারেন। গতকাল মঙ্গলবার ৭টি স্থানে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। তাই তাঁরা আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন।

বদরপুর দরবার শরিফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ বলেন, সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা, ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর ইটবাড়িয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী—এই ২২ গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার আগাম ঈদ উদ্‌যাপন করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer