Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

নয়াপল্টনের পুলিশের ওপর হামলার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৫০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ১৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নয়াপল্টনের পুলিশের ওপর হামলার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৫০

ঢাকা : নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়েছে।

এসব মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মাহমুদুল হাসান।বুধবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়েছে।

মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকেও আসামি করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, নয়াপল্টনের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩০ জনকে সনাক্ত করা হয়েছে।

এদিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হনএসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer