Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ করেছেন ছাত্রদলের বিক্ষুব্ধরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২৪ জুন ২০১৯

প্রিন্ট:

নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ করেছেন ছাত্রদলের বিক্ষুব্ধরা

ঢাকা : কাউন্সিলের তফসিল বাতিল ও আন্দোলনকারীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১২টা থেকে তারা কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন। কার্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ করতে বা কাউকে বের হতে দিচ্ছেন না বিক্ষুব্ধরা। এ সময় বিএনপির কয়েকজন নেতা কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তারা বাধার মুখে পড়েন।

বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আজও সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমিটির পক্ষে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নেয়। এর পর দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষুব্ধ কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলে কমিটির পক্ষের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে চলে যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer