Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নয়াদিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

নয়াদিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ভারতের নয়াদিল্লিতে গেল তিনদিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দিল্লিজুড়ে এখনও জারি রয়েছে ১৪৪ ধারা।আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০০ চেয়ে বেশি মানুষ। শহরটিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দিল্লির পরিস্থিতি পর্যালোচনা করেছেন তিনি। একাধিক বৈঠক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইন-সিএএ নিয়ে বিদ্বেষ ও উস্কানিমূলক মন্তব্য করা ব্যক্তিদের বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রসহ চারজন বিজেপি নেতার মন্তব্যের পর এই পর্যবেক্ষণ আদালতের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer