Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নয় দেশে ডেল্টা প্লাস, ভয়ংকর অবস্থা ভারতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২৩ জুন ২০২১

প্রিন্ট:

নয় দেশে ডেল্টা প্লাস, ভয়ংকর অবস্থা ভারতে

চলমান টিকাদান কর্মসূচির মধ্যেও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, ভারত ছাড়াও বিশ্বের অন্তত নয়টি দেশে করোনার নতুন এই ভ্যারিয়েন্টটির সন্ধান পাওয়া গেছে।

দেশগুলোর মধ্য রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল এবং রাশিয়া।

মঙ্গলবার ভারতে নতুন করে আরও ২২ জনের দেহে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের জলগাঁও ও রাটনাগিরিতে ডেল্টা প্লাসে ১৬ জন আক্রান্ত। বাকি ৮ আক্রান্ত হলেন কেরালা ও মহারাষ্ট্রে। এই তিন রাজ্যকেই কঠোর পদক্ষেপের জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেছেন, ‘আমরা এ নিয়ে বিশদ তথ্য সংগ্রহ করেছি। কোথায় আক্রান্তরা ভ্যাকসিন নিয়েছেন, বাইরে কোথাও গিয়েছিলেন কিনা সে নিয়েও তথ্য নেওয়া হচ্ছে। তবে এখনই খুব ভয় পাওয়ান কোনও কারণ নেই।’

তবে, ভারতে ডেল্টা প্লাস চিকিৎসায় যেসব ওষুধ ও উদ্ভাবিত ভ্যাকসিন রয়েছে তা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer