Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ন্যাটোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২৯ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ন্যাটোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

ঢাকা : ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্কো বৃহস্পতিবার তার দেশের সমর্থনে জার্মানীসহ ন্যাটোর সদস্য দেশগুলোকে আজোভ সাগরে রণতরী পাঠানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সাথে উত্তেজনার প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন।

তিনি জার্মানীর দৈনিক বিল্ড পত্রিকাকে বলেন, ‘জার্মানী আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। আমরা আশা করছি যে, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজোভ সাগরে রণতরী পাঠাতে প্রস্তুত রয়েছে।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, গত সপ্তাহান্তে ইউক্রেনের যে তিনটি রণতরীকে রুশ বাহিনী আটক করেছে, সেই অধিকার তাদের রয়েছে।

কিন্তু পেরোশেঙ্কো পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পুতিন পুরো সাগর দখল করতে চান। তিনি পশ্চিমা বিশ্বের ঐক্যের শক্তি ছাড়া কিছুকেই পরোয়া করেন না।

তিনি আরো বলেন, ‘আমরা রুশ প্রেসিডেন্টের আগ্রাসন নীতিকে গ্রহণ করতে পারি না। প্রথমে তিনি ক্রিমিয়া দখল করেছেন, এরপর ইউক্রেনের পূর্বাঞ্চল আর এখন গোটা আজোভ সাগর দখল করতে চাইছেন।’

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘জার্মানীকে একথা বুঝতে হবে যে, আমরা পুতিনকে থামাতে না পারলে এরপর তিনি কি করবেন?’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer