Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

ন্যাটো অপবাদ ছড়াচ্ছে: চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১৬ জুন ২০২১

প্রিন্ট:

ন্যাটো অপবাদ ছড়াচ্ছে: চীন

সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে অতিরঞ্জনের অভিযোগ এনেছে চীন। সম্প্রতি চীনের উত্থান মোকাবেলার ডাক দিয়েছেন ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। এর প্রেক্ষিতে চীন বলছে, তাদের শান্তিপূর্ণ অগ্রগতির বিরুদ্ধে ন্যাটো অপবাদ ছড়াচ্ছে। মঙ্গলবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ন্যাটোর পক্ষ থেকে বলা হয়, ‘নিজেদের পরমাণু অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করা সহ চীনের নানা কার্যকলাপ আন্তর্জাতিক আইনের জন্য হুমকি হয়ে উঠেছে।’ জবাবে ইউরোপীয় ইউনিয়নে চীনা মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চীন ‘স্বাভাবিক প্রতিরক্ষা নীতিতেই’ নিজেদের প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম ন্যাটো সম্মেলনে অংশ নেন জো বাইডেন। ইউরোপের ৩০টি এবং উত্তর আমেরিকার দেশগুলোর শক্তিশালী রাজনৈতিক ও সামরিক জোট ন্যাটো এতদিন রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করতো। ন্যাটোর সম্মেলন শেষে আগামী বুধবার জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ করার কথা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer