Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নৌবাহিনীর টেস্ট ফায়ারিংয়ের সময় দুই নাবিক নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নৌবাহিনীর টেস্ট ফায়ারিংয়ের সময় দুই নাবিক নিহত

ঢাকা : বঙ্গোপসাগরে নৌবাহিনীর টেস্ট ফায়ারিংয়ের সময় কার্তুজ বিস্ফোরণ হয়ে ২ নাবিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।

বৃহস্পতিবার  বিকেল ৩ টার দিকে নৌবাহিনীর জাহাজ বিএনএস তিতাসে এ দুর্ঘটনা হয়।

নৌবাহিনী জানায়, টেস্ট ফায়ারিংয়ের সময় একটি গুলি কার্তুজের বক্সে এসে পড়লে বিকট শব্দে বিস্ফারণ ঘটে। এ সময় ওই বক্সের কাছে থাকা ৭ জন নাবিক আহত হন। এদের মধ্যে দু`জনকে মৃত ঘোষণা করেন জাহাজে থাকা নৌবাহিনীর চিকিৎসক।

পরে জাহাজটি নৌবাহিনীর ইশা খাঁ ঘাঁটিতে নিয়ে আসা হয়। আহত ৫ নাবিককে চট্টগ্রামের বন্দরটিলায় নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন নৌবাহিনীর এক কর্মকর্তা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer