Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নোবেলের পরিবর্তে সাহিত্যে বিকল্প পুরস্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৫ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নোবেলের পরিবর্তে সাহিত্যে বিকল্প পুরস্কার

ঢাকা : এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না। তার প্রতিবাদে গত জুলাই মাসে সুইডেনের রাজধানী স্টকহোমে প্রতিষ্ঠা করা হয় ‘নিউ একাডেমি’ নামের একটি অলাভজনক সংগঠন। যারা এ বছর সাহিত্যে বিকল্প পুরস্কার ঘোষণা দিবে।

সেই তালিকায় রয়েছেন তিন কানাডীয় নারী লেখক। তারা হচ্ছেন- মার্গারেট অ্যাটউড, অ্যান কারসন এবং কিম থু। এছাড়াও ভারতের অরুন্ধতী রায়, জাপানের মুরাকামি হারুকি, কেনিয়ার ওয়া থিয়ংগো নগুগি এবং যুক্তরাষ্ট্রের মোট ১৩ লেখকসহ রয়েছেন সুইডেনের ১২ জন লেখক।

এ অভিনব পুরস্কারের নির্বাচন পদ্ধতিতে রয়েছে ভিন্নতা। অর্থাৎ ভোটিং প্রক্রিয়ায় পাঠকদের ভোট বা সমর্থন। ফলে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৭ জন লেখক এই ভোট প্রক্রিয়ায় অনলাইনে অংশ নেন। ভোটের সময়সীমা শেষ হয় ১৪ আগস্ট। পুরস্কার ঘোষণা করা হবে ১৪ অক্টোবর। আর তা প্রদান করা হবে ১০ ডিসেম্বর। পুরস্কার প্রদানের পরের দিনই অর্থাৎ ১১ ডিসেম্বর এ সংস্থাটির বিলুপ্তি ঘটবে বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer