Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নেপালেও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ৬ মে ২০২১

প্রিন্ট:

নেপালেও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী

ভারতের পর এবার নেপালেও ধীরে ধীরে বাড়ছে করোনা রোগী। এখন দেশটিতে প্রতিদিন প্রতি লাখে ২০ জন করে রোগী শনাক্ত হচ্ছে।

সেখানকার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুসারে, দেশটিতে গত সাপ্তাহিক ছুটিতে মোট টেস্টের ৪৪ শতাংশই পজিটিভ এসেছে। বৃহস্পতিবার (৬ মে) এখবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের রেডক্রস চেয়ারপারসন ডা. নেত্র প্রসাদ টিমসিনা এক বিবৃতিতে বলেছেন, ভারতে এখন যা হচ্ছে তা নেপালের ভবিষ্যতের প্রিভিউ হবে যদি আমরা বর্তমান করোনা ঢেউ সংযত করতে না পারি।

নেপালের স্বাস্থ্যখাত বেশ ভঙ্গুর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. সামির অধিকারী সোমবার বলেছিলেন, পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে এবং ভবিষ্যতে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

যদিও নেপাল তার সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলিতে লকডাউন আরোপ করেছে। কিছু মানুষ আশঙ্কা করেছেন যে এটি রাজধানী জুড়ে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। পর্যাপ্ত সরকারি পদক্ষেপের অভাবে নেপালের লোকেরা ক্ষোভ প্রকাশ করেছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer