Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নেপালগামী সব ফ্লাইট বাতিল করল বিমান বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ১৪ মার্চ ২০২০

প্রিন্ট:

নেপালগামী সব ফ্লাইট বাতিল করল বিমান বাংলাদেশ

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নেপালগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। এর আগে দেশটিতে ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ করা হয়েছিল।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, ‘অন অ্যারাইভাল ভিসা বন্ধ করায় ১৫ ও ১৭ মার্চ নেপালগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। তবে আটকেপড়াদের আনতে ১৯ মার্চ ফ্লাইট চলাচল করবে।’করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সব স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ করে শুধু ত্রিভুবন বিমানবন্দর দিয়ে দেশটি প্রবেশের সুযোগ রেখেছে নেপাল।

তবে সেক্ষেত্রে কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে।

শুক্রবার নেপালের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালের ভিসা নিয়ে কোনো বিদেশি সেখানে গেলে তাকে সর্বোচ্চ সাত দিন আগের স্বাস্থ্য পরীক্ষার (পিসিআর) সনদ নিয়ে যেতে হবে এবং ত্রিভুবন বিমানবন্দরে ইমিগ্রেশনে সেই সনদ দেখাতে হবে।

এছাড়া ১৪ মার্চ থেকে নেপালে যাওয়া সব বিদেশি এবং নন-রেসিডেন্ট নেপালিদের ‘সেলফ কোয়ারেন্টিন’ ও ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে হবে বলেও নির্দেশনা দেয় হয়।

যে কারণে ১৪ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মাউন্ট এভারেস্টে আরোহন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে দেশটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer