Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১১:৪৭, ১৩ অক্টোবর ২০২১

প্রিন্ট:

নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দলের লিগ পর্বে আজ শেষ দিন। দুই ম্যাচ হবে। শ্রীলঙ্কার বিদায়ের পর এখন লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ-নেপাল এবং ভারত-মালদ্বীপ। দ্বীপ দেশে সাফের এই দুই ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা। ঢাকায় বসেও বাংলাদেশের ফুটবল দর্শক মালদ্বীপের উত্তাপ টের পাচ্ছেন।

সাফের ফাইনাল শনিবার। আজ যে দুই দল জিতবে তারাই ফাইনালে খেলবে। শনিবারের টিকিটের আশায় চার দলের সামনেই আজকের দুই ম্যাচ সেমিফাইনালের মতো হলেও উত্তাপটা ফাইনাল ছুঁয়েছে।

দিনের প্রথম ম্যাচে বিকাল ৫টায় বাংলাদেশ-নেপাল মাঠে নামবে। নেপালের প্রয়োজন ড্র। আর বাংলাদেশকে জিততেই হবে। বাংলাদেশের জন্য সুবিধা হচ্ছে আজ স্টেডিয়ামের গ্যালারিতে বাংলার লালসবুজ পতাকা হাতে দর্শক গগণবিদারী আওয়াজ তুলবে। জামাল ভুঁইয়াদের প্রেরণা দেবে। আর নেপালের দর্শক খুব একটা পাওয়া যাবে না।

তবে রাতে যেহেতু ভারতের বিপক্ষে মালদ্বীপের খেলা। তাই মালদ্বীপের দর্শকও হুমড়ি খেয়ে পড়বে। স্টেডিয়ামে ভরে উঠবে সেটা নিশ্চিত। এমন উত্তাপের ফুটবল লড়াইয়ের দিনে বাংলাদেশ জয় ছাড়া অন্য কোনো ভাবনার বিকল্প নেই।

নেপাল ড্র করলে চলবে কিন্তু নেপাল সেকথা মাথায় রাখছে না। কারণ ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নামলে শেষ পর্যন্ত ফল উলটো হয়, সেই উদাহরণ বহুবার দেখা গেছে অতীত ফুটবল মাঠে। আর বাংলাদেশ আজকের মতো পরিস্থিতিতে আগেও বহুবার পড়েছে কিন্তু উতরে যাওয়ার নজীর কম। এমন দেখা গেছে ড্র করলে চলবে। সেই ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকেও উলটো ২-১ গোলে হেরেছিল। নেপালের বিপক্ষে শেষ বারটি সাফের আটটিতে বাংলাদেশের রেজাল্ট সুখকর নয়।

২০০৫ সালে পাকিস্তানে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ২-০ গোলে নেপালকে হারিয়েছিল। সেই ম্যাচে রোকনুজ্জামান কাঞ্চনের জোড়া গোল জয় এনে দিয়েছিল। এর পরের সাফের আসরে বাংলাদেশের হারের গল্প লম্বা হয়েছে। ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত সাফে নেপালের কাছে হেরেছে, ২০১৩ সালে কাঠমান্ডুতে দশরথের মাঠে সাফে নেপালের কাছে ২-০ গোলে বাংলাদেশ হেরেছে, ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফে বাংলাদেশ আবার ২-০ গোলে হারে। এবছরই গত মার্চে কাঠমান্ডুতে তিনজাতি টুর্নামেন্ট ফাইনালে নেপালের কাছে বাংলাদেশ হেরেছে। এসব ইতিহাস ছাপিয়ে বাংলাদেশকে অন্যন্য উচ্চতায় উঠে আসতে হবে। সেই লড়াইয়ে কতটুকু পারবে তা সন্ধ্যায় জেনে যাবে বাংলাদেশের ফুটবল অনুরাগীরা।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer