Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নেতাজীর ১২৫তম বর্ষে পদার্পণে বর্ণিল কর্মসূচি, পিছিয়ে নেই ঢাকাও

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৪, ২৩ জানুয়ারি ২০২১

আপডেট: ০৮:২০, ২৩ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

নেতাজীর ১২৫তম বর্ষে পদার্পণে বর্ণিল কর্মসূচি, পিছিয়ে নেই ঢাকাও

কলকাতা: অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ‘এশিয়াবীর’ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মের ১২৫ বর্ষে পদার্পণ করছে আজ শনিবার। দিনটিকে মহাসমারোহে উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারসহ অসংখ্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটি সামনে রেখে বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বহুমাত্রিক.কম এর উদ্যোগে নেয়া হয়েছে আন্তর্জাতিক সেমিনার ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

এদিন ভারতের জাতীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে নেতাজীর নিজ শহর কলকতায়। এতে যোগ দিতে দেশটির প্রধানমন্ত্রী আজ কলকাতায় আসছেন। তিনি কলকাতায় ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে আলাদা অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্য সরকারও বর্ণাঢ্য আয়োজনে নেতাজীর জন্মের ১২৫ তম বর্ষ উদযাপন করবে।

বাংলাদেশে রাজধানী ঢাকায় ২৪ জানুয়ারি বেলা ১১টায় তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে নেতাজীর জন্মদিন ও দেশপ্রেম দিবস উদযাপনে আন্তর্জাতিক সেমিনার এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ বিশিষ্টজনরা এতে যোগ দেবেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer