Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নেইমারের গোলে ব্রাজিলের জয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ১০ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

নেইমারের গোলে ব্রাজিলের জয়

নেইমার জুনিয়রের গোলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে জিতেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় ২-০ গোলে।

ব্রাজিলের এস্টাডিও কার্লোস উইলসন স্টেডিয়ামে বল নিয়ন্ত্রণের হিসাবে ব্রাজিল এগিয়ে থাকলেও পেরু আক্রমণ করেছে নেইমারদের মতোই। তবে সেগুলোর বেশিরভাগই ছিল লক্ষ্যের বাইরে। ব্রাজিল অবশ্য ১৪তম মিনিটেই স্কোর বোর্ডে নাম তুলে, নেইমারের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন এভারটন রিভেইরো। ফ্লামেঙ্গোর এই ফরোয়ার্ডের ক্লাব ক্যারিয়ারে গোলসংখ্যা ১০৯।

নেইমার নিজের গোলটি পান বিরতির পাঁচ মিনিট আগে। তাতে বিরতির আগেই ব্রাজিলের লিড বেড়ে দাঁড়ায় ২-০। ব্রাজিলের হয়ে নেইমারের এটি ৬৮তম গোল। তার সামনে এখন কেবল পেলে, তিনবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে করেছেন ৭৭ গোল।

৫৫ মিনিট থেকে ব্রাজিলকে চেপে ধরে পেরু, ৫৯তম মিনিটে গোলও পেয়ে যেতে পারত পেরুবিয়ানরা, এ সময় উড়ে আসা বলে প্রতিপক্ষকে সুযোগ না দিয়েই ব্রাজিলকে বিপদমুক্ত করেন এডার মিলিতাও। পরে কর্নার কিক থেকেও গোলের ভয় পেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

৬৯তম মিনিটে ব্রাজিলের একটি আক্রমণ ডি বক্সের ভেতর গিয়ে প্রাণ হারায়, বল নিয়ে কাড়িকুড়ি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গারসন। সময় কিছুক্ষণ গড়ানোর পর আবার গোলের সুযোগ পায় পেরু, বাম প্রান্ত থেকে নেওয়া শটে পেরুর এক ফরোয়ার্ড বল প্রায় জালে জড়াতে যাচ্ছিলেন, কিন্তু ব্রাজিল গোলরক্ষক লাফিয়ে উঠে সেটি পরাস্ত করেন। তার আগে ব্রাজিলকে বাঁচান ডিফেন্ডার মিলিতাও।

এ জয়ের ফলে কনমেবল অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচেই জয় পেল তিতের দল। পয়েন্ট টেবিলে সবার উপরেও তাদের অবস্থান, পয়েন্ট ২৪।

এর আগে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়ে যায় তাদের। ম্যাচ অবশ্য ৭ মিনিট মাঠেও গড়িয়েছিল। সুপার ক্লাসিকোর শুরুটা শ্বাসরুদ্ধকর হলেও তা আর উপভোগ করার সুযোগ পায়নি দুনিয়াজুড়া ফুটবলপ্রেমীরা। আগে থেকেই অভিযোগ ছিল এমিলিয়ানো বুয়েনদিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, টটেনহ্যামের জিওভান্নি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরো কোয়ারেন্টিনের নিয়ম না মেনে ব্রাজিলে খেলতে এসেছেন। তারা খেলতে পারবেন না এমনটাও গুজব রটেছিল লাতিন আমেরিকা অঞ্চলের গণমাধ্যমে।

শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। ব্রাজিলের করোনার নিয়ম অনুযায়ী দেশটিতে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, নর্দান আয়ারল্যান্ড ও ভারত থেকে সরাসরি প্রবেশের কোনো নিয়ম নেই। তবে বিশেষ ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রয়েছে। সে ক্ষেত্রে নিতে হবে অনুমতি। তা না হলে ব্রাজিলে ঢোকার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। এমিলিয়ানো বুয়েনদিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, টটেনহ্যামের জিওভান্নি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরোরা তা করেননি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer