Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নীতিমালার আওতায় আসবে অনলাইন পত্রিকা ও টেলিভিশন : তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ১৫ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নীতিমালার আওতায় আসবে অনলাইন পত্রিকা ও টেলিভিশন : তথ্যমন্ত্রী

ঢাকা : দেশের সব অনলাইন পত্রিকা ও টেলিভিশনকে নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে শুধু নয় সারা পৃথিবীতেই অনলাইন মিডিয়ার বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা ঠিক হবে না। নীতিমালার ভিত্তিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা হলে ভুঁইফোঁড় অনলাইন বন্ধ হয়ে যাবে। অনলাইন টেলিভিশনেরও অনুমোদন নেয়ার ব্যবস্থা আমরা করবো। যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ শুরু করবো।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer