Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার দাবানল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ১৩ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার দাবানল

ঢাকা: অগ্নিনির্বাপক কর্মীরা ক্যালিফোর্নিয়ার দক্ষিণে দাবানল নিয়ন্ত্রণে এনেছে। এর আগে প্রায় ১ লাখ লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিয়ে এসেছে তারা।

আগুনের জন্য বিপদজনক এই এলাকায় জরুরি সতর্ক সংকেত লাল পাতাকার অধীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রবল বায়ু প্রবাহ রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম।
ক্যালিফোর্নিয়ার দক্ষিণে ছড়িয়ে পড়া দাবানলের মধ্যে বৃহত্তর লস এঞ্জেলেসের সানফার্নানদো উপত্যাকার স্যাডলার্ডজি দাবানল ভয়ঙ্কর রূপ নিয়েছে।

শনিবার নাগাদ লস এঞ্জেলেস’র উপশহরের উত্তরে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ৭ হাজার ৫৫১ একর বনভূমি গ্রাস করেছে এই দাবানল।

তাপমাত্রা কমে আসায় এবং বায়ু প্রবাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় কিছু লোককে শনিবার তাদের ঘরবাড়িতে ফেরার অনুমতি দেয়া হয়েছে।

লস এঞ্জেলেস ফায়ার ক্যাপ্টেইন ব্রানডেন সিলবারম্যান স্থানীয় মিডিয়াকে শনিবার বলেছেন, ‘কোথাও আগুন জ্বলে উঠলে তা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

ফায়ার কর্মকর্তারা বলেছেন, এক ব্যক্তি নিজের বাড়ি রক্ষায় চেষ্টা চালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।লস এঞ্জেলেস কাউন্টির একটা অংশ আগুনের কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer