Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘নির্বাচনে পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বশক্তি নিয়োগ করবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ২৩:৫৯, ১০ সেপ্টেম্বর ২০১৮

প্রিন্ট:

‘নির্বাচনে পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বশক্তি নিয়োগ করবে’

ছবি- সংগৃহীত

ঢাকা : নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে যেন অবৈধ অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক ব্যবস্থা নিয়েছে বিজিবি।

সোমবার সকালে বিজিবি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। নির্বাচনের সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে বলেও জানান তিনি।

এ সময় মোহাম্মদ সাফিনুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় সর্বশক্তি নিয়োগ করতে পারি সেই লক্ষে ওই সময় আমাদের সব প্রশিক্ষণ বন্ধ থাকবে। ওই সময় একান্ত প্রয়োজন ছাড়া আমাদের কেউ ছুটিতে থাকবে না। এছাড়া বিভিন্ন কাজের মাত্রা কমিয়ে দেবো। যাতে আমাদের বেশি পরিমাণে জনবল আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করতে পারে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer