Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকদের জানিয়েছেন ড. কামাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ৪ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকদের জানিয়েছেন ড. কামাল

ঢাকা : নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকদের অবহিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ড. কামাল বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয়। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে কিনা সে বিষয়েও প্রতিনিধি দলকে অবগত করেন তিনি।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন এনডিআই-এর সিনিয়র অ্যাসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাসসহ পাঁচ সদস্য।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer