Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে : ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ১৭ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে : ফখরুল

ছবি : সংগৃহীত

দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য জাতীয় ঐক্য গঠন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আপনারা সবাই জানেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। জাতীয় ঐক্য গঠন করা হয়েছে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য। গণতান্ত্রিক যে স্পেইস সেটা ক্রমেই সংকুচিত হয়েছে। এখন আর কোনো কিছু অবশিষ্ট নেই বললেই চলে।’

মির্জা ফখরুল বুধবার দুপুরে শহরের নিজ বাসভবনে ঠাকুরগাঁও জেলা ও হরিপুর উপজেলা বিএনপি নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এর আগে তিনি সদর উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

নির্বাচন নিয়ে তাদের দাবির কথা পুনর্ব্যক্ত করে বিএনপি নেতা বলেন, ‘আমরা চাই পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। ইভিএম ব্যবহার করা যাবে না।’

তিনি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েনসহ প্রধান দাবিগুলো নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা মনে করি সুষ্ঠু, অবাধ ও সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণ করার সুযোগ যেন তৈরি হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আশাবাদী জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে।’

‘একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী খালেদা জিয়াসহ বিএনপির নেতা-কর্মীদের কারাগার থেকে মুক্ত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে,’ যোগ করেন ফখরুল।

পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের সাথে সৌজন্য সাক্ষাত ও দেশের মঙ্গল কামনা করেন বিএনপি মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। -ইিএনবি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer