Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নিম্নচাপের প্রভাব : আপাতত শীত আসছে না

প্রকাশিত: ১১:১৫, ২৯ অক্টোবর ২০১৮

আপডেট: ১১:২৬, ২৯ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

নিম্নচাপের প্রভাব : আপাতত শীত আসছে না

ঢাকা : বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিন বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আপাতত শীত আসছে না বলে জানানো হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে বাংলাদেশ-কলকাতার কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। রাত থেকে ঠাণ্ডা হাওয়া বইছে। সোমবার সকালেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন।

নিম্নচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, কক্সবাজার, চট্টগ্রাম, ভারতের দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও বীরভূমে কোথাও হালকা আবার কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নদিয়ার কয়েকটি জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে। বুধবারে এই নিম্নচাপ কাটতে পারে বলে জানা যাচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আসছে না শীত। নিম্নচাপের প্রভাবে শীতের আগমন পিছিয়ে যাচ্ছে। এদিকে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer