Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নিজেদের রেশনের খাদ্যসামগ্রী দুস্থদের বিতরণ করল সেনা সদস্যরা

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ২০ এপ্রিল ২০২০

প্রিন্ট:

নিজেদের রেশনের খাদ্যসামগ্রী দুস্থদের বিতরণ করল সেনা সদস্যরা

ছবি- বহুমাত্রিক.কম

মোকাবেলায় সাভারে সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি নিজেদের রেশনের খাদ্য সামগ্রী দুস্থ মানুষের মাঝে বিতরণ করলেন সাভার সেনানিবাসের সদস্যরা।

সোমবার দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য চাল, আলু, আটা, ডাল, পেঁয়াজ, তেল, লবন ও সাবান ছিল।

এ বিষয়ে মেজর জাহিদুন নবী চৌধুরী জানান, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনা সদস্যদের ব্যক্তিগত রেশন একত্রিত করে এই ত্রাণ দেওয়া হচ্ছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দেয়া হচ্ছে।তিনি আরও বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছেন।

খাদ্য বিতরণ কার্যক্রমে স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ও ইউপি সদস্য হারুন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer