Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

নিজেই আদালতে শুনানি করবেন নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৯ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিজেই আদালতে শুনানি করবেন নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী

ঢাকা : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি ব্রেনটন ট্যারেন্ট তার আইনজীবীকে বরখাস্ত করেছেন। একইসঙ্গে পরবর্তী শুনানিতে সে নিজেই আদালতে লড়বেন বলে জানিয়েছেন।

আদালত নিযুক্ত ট্যারেন্টের আইনজীবী রিচার্ড পিটার্স সোমবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ট্যারেন্টের শারীরিক ও মানসিক অবস্থা ভালো মনে হয়েছে এবং তিনি নিজেই নিজের প্রতিনিধিত্ব করবেন আদালতে। আগামী ৫ এপ্রিল ট্যারেন্টকে দ্বিতীয়বারের মতো আদালতে হাজির করা হবে।

এর আগে শনিবার তাকে প্রাথমিকভাবে নিউজিল্যান্ডের একটি জেলা জজকোর্টে হাজির করা হয়। তখন ট্যারেন্টের আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করেন পিটার্স।

এদিকে ট্যারেন্ট নিজেই নিজের মামলায় লড়ার ঘোষণা দেয়ার মধ্য দিয়ে ‘শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ’র ব্যাপারে তার উগ্রবাদী দৃষ্টিভঙ্গি পোষণের একটা সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer