Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

নিজস্ব চাহিদা পূরণ হলেই টিকা রফতানি করা হবে :শ্রিংলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২২ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

নিজস্ব চাহিদা পূরণ হলেই টিকা রফতানি করা হবে :শ্রিংলা

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণের পরই কেবল প্রতিবেশী দেশে করোনার টিকা রফতানি শুরু করবে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শ্রিংলা এ কথা বলেন। তিনি বলেন, এপ্রিলের পর থেকে ভারত উত্পাদন দ্বিগুণ করেছে। নিজস্ব প্রয়োজন মিটিয়ে রফতানি করা যাবে।

যদিও এক দিন আগে সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুক মানদাভিয়া বলেছিলেন, ছয় মাস বন্ধ রাখার পর আগামী অক্টোবর থেকে আবার টিকা রফতানি শুরু করবে ভারত।

অন্যদিকে শ্রিংলা বলেছেন, ব্রিটিশ সরকার সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকাকে স্বীকৃতি দেবে না বলে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বৈষ্যম্যমূলক। যদি এই ইস্যুর সমাধান না হয় সেক্ষেত্রে ভারত পালটা পদক্ষেপ নেবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer