Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নিজ দেশে ফিরতে চায় না রোহিঙ্গারা, প্রত্যাবাসন অনিশ্চিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ১৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিজ দেশে ফিরতে চায় না রোহিঙ্গারা, প্রত্যাবাসন অনিশ্চিত

ঢাকা : মিয়ানমার ও বাংলাদেশ প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন করলেও নিজ দেশে ফিরতে নারাজ রোহিঙ্গারা।

বৃহস্পতিবার বিভিন্ন ক্যাম্পে প্রত্যাবাসনের বিরুদ্ধে আন্দোলন করছে রোহিঙ্গারা। ফলে প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। প্রথমদিন ৩০ রোহিঙ্গা পরিবারকে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশে ও মিয়ানমারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এই ৩০ পরিবারের সদস্য সংখ্যা ১৫০ জন।

তবে প্রত্যাবাসন পরিকল্পনার বিরুদ্ধে জামতলি, নাইক্ষ্যাংছড়ি এবং টেকনাফ এলাকার বিভিন্ন ক্যাম্পে স্লোগান দিচ্ছে রোহিঙ্গারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম সাংবাদিকদের জানান, প্রত্যাবাসনের জন্য স্থানীয় প্রশাসন রোহিঙ্গাদের বান্দরবানের নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম পয়েন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে তারা এখনো তা করতে পারেননি।

তিনি বলেন, ‘তাদের ইচ্ছার বিরুদ্ধে কাউকেই মিয়ানমারে ফেরত পাঠানো হবে না।’

ইউ.এন.বি নিউজ  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer