Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ৪ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

নিউজিল্যান্ড সফরের জন্য শনিবার  ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানের না খেলার গুঞ্জন থাকলেও এতে নাম আছে তার।

পাকিস্তানের বিপক্ষে যারা টেস্ট খেলছেন এদের প্রায় সবাই আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। দলে অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। বাদ পড়েছেন কেবল রেজাউর রহমান রাজা ও সাইফ হাসান। সাইফ ইনজুরির কারণে মাঠের বাইরে। কদিন আগে চোট পেলেও এ সিরিজে রয়েছেন ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পরদিনই নিজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশের। ২ ডিসেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শেষ হবে ৮ ডিসেম্বর। এরপর দিন অর্থাৎ ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ টেস্ট বহর। টাইগারদের মিশন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ।

নিউজিল্যান্ডে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন নীতি মানার কথা ছিল টাইগারদের। কিন্তু নিজামউদ্দিন জানিয়েছিলেন, কোয়ারেন্টাইন নীতি শিথিল করা হচ্ছে বাংলাদেশের জন্য। ওখানে গিয়ে কোয়ারেন্টাইনের পর বাংলাদেশ দুদিনের দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে। দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে। তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। বাকি সময়টা ওদের যে কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চারদিন।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট, মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, ক্রাইস্টচার্চে। ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এবারের সফরে এখানে প্রথমবারের মতো টেস্ট খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ক্রাইস্টচার্চে বাংলাদেশ খেলে প্রায় সফরগুলোতেই।

বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer