Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নারী ফুটবলারদের ১০ লাখ টাকা করে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ১২ অক্টোবর ২০১৮

আপডেট: ১০:১০, ১২ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

নারী ফুটবলারদের ১০ লাখ টাকা করে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

ছবি- পি আই ডি

ঢাকা : এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে গ্রুপসেরা ও সাফ অনূর্ধ্ব-১৮ তে অপরাজিত চ্যাম্পিয়ন, নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে দুই দলকে আলাদা সংবর্ধনার পাশাপাশি প্রত্যেক ফুটবলারকে দেয়া হয় দশ লাখ টাকা করে আর্থিক সম্মাননা। এসময় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, ক্রীড়াঙ্গনে মেয়েদের এমন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কিশোরীরা জানান, এমন সংবর্ধনা ভবিষ্যতে ভালো খেলতে আরো উৎসাহিত করবে।

নারীদের ফুটবলে জয়যাত্রা চলছেই। সেই যাত্রার দৃপ্তসৈনিক বাংলার অদম্য কিশোরীরা। বয়সভিত্তিক পর্যায়ে একের পর এক জয়ের মুকুট ছিনিয়ে আনছে তারা। বিজয় কেতন উড়াচ্ছে লাল-সবুজের, সাফল্যমন্ডিত করছে দেশের ফুটবলকে।

ক`দিন আগেই ভুটানে আরো একবার লাল সবুজের জয়জয়কার। প্রথমবারের মতো অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৮ সাফে অপরাজিত চ্যাম্পিয়ন মৌসুমি-মারিয়ারা। তারও আগে এএফসি বাছাইপর্বে গ্রুপসেরা হয়েছে অনূর্ধ্ব-১৬ দল। এবার দুই দলের ২৩ ফুটবলারকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে মেয়েদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর, স্মারক বল তুলে দেন প্রধানমন্ত্রী। প্রতি ফুটবলারকে দেয়া হয় দশ লাখ টাকার আর্থিক সম্মাননাও। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, মেয়েদের ফুটবলে এমন জয়যাত্রা অব্যাহত থাকলে, সেটি ছড়িয়ে যাবে আরো বহুমাত্রায়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সহ ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer