Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নারী দিবস উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে বিশেষ আয়োজন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ৮ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নারী দিবস উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে বিশেষ আয়োজন

নারী দিবস উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘বই হয়ে যাই’ শিরোনামে ভিন্নধারার এক আয়োজন। বেঙ্গল বই ও হিউমান লাইব্রেরি বাংলাদেশের এই আয়োজনে পাঠকরা সরাসরি প্রত্যক্ষ করেন ‘জীবন্ত বই’ এর অভিজ্ঞতা। অর্থাৎ বইগুলো প্রত্যেকটি এক একজন মানুষ।

হিউম্যান লাইব্রেরি`র বইগুলো গতানুগতিক বই পড়ার মত নয়।এখানে প্রতিটি লেখক বই হয়ে নিজেই নিজেদের গল্প বলে ও সেই সাথে পাঠকের নানান প্রশ্নের উত্তরও দেয়। তাঁদের জীবনের সংগ্রাম ও সফলতার গল্প নিয়েই তাঁদের বই হয়ে উঠা।

গল্পকার এই বৈচিত্র্যময় বইগুলোর গল্প সরাসরি উপস্থাপন করেন পাঠকের সামনে। প্রতি বইয়ে উঠে আসে নানান গল্প। কোন গল্পে থাকে সামাজিক সংস্কারের বিরুদ্ধে সংগ্রামের কথা, কোনটি পারিবারিক নির্যাতনের স্বীকার হওয়া গল্প, আবার কোনটি একেবারেই ব্যক্তিগত শোক, সুখ-দুঃখের গল্প, আবার কোনটি সব বাধা তুচ্ছ করে ঘুরে দাঁড়ানোর গল্প।    

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer