Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নারী এশিয়া কাপ : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১ অক্টোবর ২০২২

প্রিন্ট:

নারী এশিয়া কাপ : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপের লড়াইয়ে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইগ্রেসদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ শুরু হয়েছে শনিবার।

বিশ্বকাপের বাছাই আর টানা শিডিউলে সেখানে মিলেছে মোটে দিন তিনেকের অনুশীলনের সুযোগ। তবে পুণ্যভূমি সিলেটের মাঠ হাতের তালুর মতোই চেনা জ্যোতির দলের। তাই তো চ্যালেঞ্জটা নিচ্ছেন অলরাউন্ডার সালমা খাতুনরা।

টি-টোয়েন্টির সমীকরণে ভারত-পাকিস্তান তো আছেই, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাও হতে পারে প্রবল প্রতিপক্ষ।

কিছুদিন আগেই ছেলেদের এশিয়া কাপ শেষ হয়েছে। এবার শুরু নারীদের এশিয়া কাপ। ২০১৮ সালের পর আবারও দেশের মাটিতে খেলতে যাচ্ছে নিগার সুলতানারা। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে মিশন শিরোপা ধরে রাখা।

সাত দেশের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ৬টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও, এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণে দুটি আর একদিনের সংস্করণে চারটি মিলিয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer