Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জ সিটির ভোট ১৬ জানুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ৩০ নভেম্বর ২০২১

প্রিন্ট:

নারায়ণগঞ্জ সিটির ভোট ১৬ জানুয়ারি

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকালে এ বিষয়ে সভা শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে মনোনয়ন পত্র বাছাইয়ের জন্য। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।

প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার ভোট হবে ইভিএমে পুরো সিটিতে। প্রথমবার নির্দলীয় প্রতীকে ভোট হয় এ সিটিতে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চালুর পর এটি দ্বিতীয় নির্বাচন হতে যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer