Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

নাট-বল্টু খোলা বায়েজিদের গাড়ি জব্দ : বন্ধুর দেশত্যাগ ঠেকাতে চিঠি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২৯ জুন ২০২২

প্রিন্ট:

নাট-বল্টু খোলা বায়েজিদের গাড়ি জব্দ : বন্ধুর দেশত্যাগ ঠেকাতে চিঠি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটকে ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহার ব্যবহৃত গাড়ি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাড়িটি এক্সিও ব্র্যান্ডের। সেই ভিডিও ধারণ করেছিলেন বায়েজিদের বন্ধু কায়সার। তাকেও খুঁজছে সিআইডি। কাতারপ্রবাসী কায়সার যাতে দেশ ছাড়তে না পারেন সেজন্য সব ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. রেজাউল মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বায়েজিদ বর্তমানে ৭ দিনের রিমান্ডে রয়েছেন। তার ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে। বায়েজিদের বন্ধু কাতারপ্রবাসী। তিনি যাতে দেশ না ছাড়তে পারেন এজন্য সব ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাকেও গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়। রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।

সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি। এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ।

সেদিন (রোববার) বিকেলেই রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে গ্রেফতার করা হয়। পরদিন সোমবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।

পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে শিথিলতার সুযোগে বায়েজিদ তালহা নামের এক যুবক অসৎ উদ্দেশ্যে রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে ভিডিও করেন। এই ভিডিও তার নিজস্ব টিকটক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়। আটক বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করবে সিআইডি।

সোমবার (২৭ জুন) শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান বায়েজিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer