Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ১০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা : আদালতের নির্দেশে রাজধানী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মরদেহ উত্তোলনের একদিন পর রোববার দুপুর আড়াইটার দিকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন করেন, নোয়াখালী জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডাক্তার মাসুদুর রহমান, মেডিক্যাল অফিসার ডাক্তার ফাহিমা খাতুন উর্মি ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মহিউদ্দিন আব্দুল আজিম।

ময়নাতদন্ত শেষে মেডিক্যাল অফিসার ডাক্তার মাসুদুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে আবরারের ময়নাতদন্তের রিপোর্ট দেয়া হবে।

এর আগে, শনিবার (০৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

নোয়াখালীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer