Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নাইজেরিয়ায় বন্যায় ১শ’ লোকের প্রাণহানি : জাতীয় দুর্যোগ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নাইজেরিয়ায় বন্যায় ১শ’ লোকের প্রাণহানি : জাতীয় দুর্যোগ ঘোষণা

ঢাকা : নাইজেরিয়া দেশটির চারটি রাজ্যে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে। দেশটির দশটি প্রদেশে ব্যাপক বন্যায় একশ লোকের প্রাণহানির কারণে এ ঘোষণা দেয়া হয় ।

প্রবল মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার ফলে নাইজার ও বেনু নদীর পানি উপচে পড়ে প্রবল বন্যা দেখা দিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সানি দাত্তি বলেন, “বন্যার কারনে দেশটির চারটি রাজ্য কগি, ডেল্টা, এনামবারা ও নাইজারে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।”
তিনি বলেন,“আটটি প্রদেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বন্যায় এখন পর্যন্ত একশ’র মতো লোক মারা গেছে।”

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer