Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নাইজেরিয়ার ফরেন বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন ‘একটি জিজ্ঞাসা’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১১ মে ২০২২

প্রিন্ট:

নাইজেরিয়ার ফরেন বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন ‘একটি জিজ্ঞাসা’র

জহির রায়হানের গল্প অবলম্বনে ফারিহা জান্নাত মীমের পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি জিজ্ঞাসা’ নাইজেরিয়ার ১২তম জুমা ফিল্ম ফেস্টিভ্যালের ফরেন বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফরেন ফিল্ম ক্যাটাগরিতে ‘একটি জিজ্ঞাসা’র সঙ্গে মনোনয়ন পেয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘দ্য আন্ডার ইস্টিমেট ভিলেন` ও ‘দ্য আউট কাস্ট’। এই দুই সিনেমাকে পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছে ফারিহার ‘একটি জিজ্ঞাসা’।

গত শনিবার নাইজেরিয়ার রাজধানী আবুজা শহরে ১২তম জুমা ফিল্ম ফেস্টিভ্যালের আসর বসেছিল। নাইজেরিয়ান ফিল্ম করপোরেশন এই আয়োজন করে।

সিনেমাটি প্রযোজনা করেছেন শাশ্বত সিয়াম, চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন তাহসিন রৌদ্র। ফারিহাসহ এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এ সক্রিয়ভাবে কাজ করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer