Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

না ফেরার দেশে ‘মাসুদ রানা’ লেখক শেখ আবদুল হাকিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২৮ আগস্ট ২০২১

প্রিন্ট:

না ফেরার দেশে ‘মাসুদ রানা’ লেখক শেখ আবদুল হাকিম

বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা কাহিনি ‘মাসুদ রানা’ সিরিজের লেখক কথাসাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম না ফেরার দেশে চলে গেছেন।শেখ আবদুল হাকিম শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর বাসাবোর বাসায় মারা যান। শেখ আবদুল হাকিমের মেয়ে সাজিয়া হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, `বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার আগেই বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

শেখ আবদুল হাকিম সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনি `মাসুদ রানা` সিরিজের ২৭১টির এবং `কুয়াশা` সিরিজের ৫০টি বইয়ের লেখক। `মাসুদ রানা` ও `কুয়াশা` সিরিজ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চার-সহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন এই লেখক।

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।

১৯৬০ এর দশকের মাঝামাঝিতে সেবার আরেক সিরিজ `কুয়াশা`র দশম কিস্তি দিয়ে প্রকাশনীটির সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম। অবশ্য এর আগেই লিখে ফেলেন নিজের প্রথম উপন্যাস `অপরিণত প্রেম`। সেবার সঙ্গে প্রায় চার দশক যুক্ত ছিলেন শেখ আবদুল হাকিম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer