Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নলছিটিতে ৩৮ ভিক্ষুককে পুনর্বাসন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নলছিটিতে ৩৮ ভিক্ষুককে পুনর্বাসন

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে ৩৮ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। তাদের স্বাবলম্বি করতে নগদ টাকা, দোকান ও বিভিন্ন উপকরণ দেওয়া হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে সহায়তার টাকা ও উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

টাকা, ব্যবসা প্রতিষ্ঠান ও উপকরণ পেয়ে খুশি ভিক্ষুকরা। তাঁরা ভিক্ষা ছেড়ে নতুন করে জীবন গড়ার প্রতিশ্রুতি দেন। ভিক্ষুক মুক্ত ঝালকাঠি জেলা ঘোষণার লক্ষ্যে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer