Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

নলছিটিতে জীবা আমিনা খানের গাড়ি বহরে হামলা, আহত ১০

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ১৪ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নলছিটিতে জীবা আমিনা খানের গাড়ি বহরে হামলা, আহত ১০

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি শহরে উঠান বৈঠক শেষে ফিরে যাওয়ার পথে ঝালকাঠি-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা।

এসময় বহরের দুই গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলায় আহত হয়েছেন ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের সাথিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালের বাসায় বিকেলে জীবা আমিনা খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাঁর গাড়ি বহর যাওয়ার পথে শহরের সাথিরমোড় এলাকায় দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় আহত হন ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী। গাড়ি থেকে নেমে বিএনপি প্রার্থী জীবা আমিনা খান স্থানীয় একটি বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জীবা আমিনা খান অভিযোগ করেছেন।

তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি হামলার ঘটনা অস্বীকার করে জানান, নিজেরাই গাড়ি ভাংচুর করে অপপ্রচার চালাচ্ছেন।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer