Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নভেম্বরে ডকু-ড্রামা ‘হাসিনা’র মুক্তি (ভিডিও)

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ১৮ অক্টোবর ২০১৮

আপডেট: ২৩:৪৫, ১৮ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

নভেম্বরে ডকু-ড্রামা ‘হাসিনা’র মুক্তি (ভিডিও)

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি ডকু-ড্রামা ‘হাসিনা- অ্যা ডটারস টেল’। আগামী নভেম্বরে বিশ্বব্যাপী চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা রেজাউর রহমান খান পিপলু।

‘হাসিনা- অ্যা ডটারস টেল’ যৌথভাবে প্রযোজনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস। এই চলচ্চিত্রটি নির্মাণ করতে পরিচালকের দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছে বলেন জানান তিনি। অক্লান্ত প্রচেষ্টার পর ৭০ মিনিটের এই চলচ্চিত্র নির্মিত হয়।

চলচ্চিত্রে পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিষাদ, বিজয় ও নৈকট্যের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গির সাহায্যে পরিণত করেছেন নিজস্ব আদলে।

গল্পে সংগ্রামী এক নারীর গল্প দেখানো হয়েছে। পিপলু ‘হাসিনা’কে নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভূমিকায়- কখনও বঙ্গবন্ধুর মেয়ে বা কারও বোন, কখনও একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তাঁর ব্যক্তিসত্তাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer