Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নবান্ন উৎসবে মেতে উঠেছে খুলনাবাসী

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

প্রকাশিত: ১১:৩৩, ১৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নবান্ন উৎসবে মেতে উঠেছে খুলনাবাসী

ছবি- সংগৃহীত

খুলনা : ওমা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি। আমাদের জাতীয় সঙ্গীতে অগ্রহায়ণের রূপ এভাবেই বর্ণিত হয়েছে। আজ অগ্রহায়ণের প্রথম দিন।

গ্রাম বাংলায় আনুষ্ঠানিকভাবে ধানকাটা উৎসব শুরু হয় পহেলা অগ্রহায়ণ। খুলনাবাসী বৃহস্পতিবার নানা আয়োজনে অগ্রহায়ণের প্রথম দিনটিতে নবান্ন উৎসবে মেতে ওঠে।

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে সাজানো র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।

নগরীর শহীদ হাদিস পার্কে দিনব্যাপী মেলাতে পিঠা উৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে উঠে ছিল খুলনাবাসী। মেলায় কৃষি বিভাগ থেকে কৃষকের ব্যবহৃত নানা প্রকার গ্রামীণ কৃষি সরঞ্জামাদি প্রদর্শন করে। শহুরে নতুন প্রজন্মের সাথে পরিচয় ঘটে গ্রামীণ ঐতিহ্যের।

নবান্ন উৎসব উপলক্ষে জেলা শিশু একাডেমীতে আয়োজিত ‘নবান্ন ও গ্রামীণ বাংলা’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন এসকল অনুষ্ঠানের আয়োজন করে

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer