Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নন এমপিও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের সভা

এসএম জামাল, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ২১ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

নন এমপিও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের সভা

বৃহত্তর কুষ্টিয়া জেলা নন এমপিও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় স্কুল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া জেলার নন-এমপিও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি লিখন আহমেদ।

বৃহত্তর কুষ্টিয়া জেলার নন-এমপিও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের সাধারন সম্পাদক শেরেবুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শাবানা ইয়াসমিন, এনডিডি প্রটেকশন প্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ আফসানা বেগম, বৃহত্তর কুষ্টিয়া জেলার নন-এমপিও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের সহসভাপতি শাহীন আলম, শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক আঃ আজিজ, সহকারী সাংগঠনিক সম্পাদক ফজলুল হক।

বক্তারা বলেন, ‘পত্রিকা খুললে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও হওয়ার খবর দেখা যায়। এই এমপিওর মধ্যে মাদ্রাসা, ভোকেশনাল, স্কুল-কলেজ থাকলেও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর বিন্দুমাত্র কথা নেই। যদিও প্রতিবন্ধী বিদ্যালয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় তারপরও এটি শিক্ষা মন্ত্রণালয়ের সাথর ওতোপ্রোতভাবে জড়িত। মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের মাধ্যমে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে অতিদ্রুত এমপিও দিয়ে দেয়া হোক।’

বক্তারা আরও বলেন, ‘শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো, অর্থাৎ কোনো কাজ শিখিয়ে তাকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা। এসব প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন সমাজের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে, ভালো-মন্দ বুঝতে পারে এটাই আমাদের স্কুলগুলোর মূল লক্ষ্য। তাই আমরা ‘আমাদের বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও দিয়ে আমাদের বাঁচানোর জন্য সরকারের কাছে আকুল আবেদন করছি।’

মতবিনিময় সভায় বৃহত্তর কুষ্টিয়া জেলার (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) নন-এমপিও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer