Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্প গ্রহণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ১৮ জুন ২০১৯

আপডেট: ০১:৩০, ১৯ জুন ২০১৯

প্রিন্ট:

নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্প গ্রহণ

ঢাকা : ডেল্টা প্ল্যান ২১০০ এর আওতায় বর্তমান সরকার দেশের অভ্যন্তরীণ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় আরও নতুন নতুন খাল অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে যাচাই বাছাই কাজ চলছে।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে জাহিদ ফারুক বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির কারণে পানি সংকট মোকাবেলাসহ কাঙ্খিত উন্নয়নের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ নামে এ মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

এ মহাপরিকল্পনার অধীনে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প গ্রহণ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ২ হাজার ৯৭৮ বিলিয়ন টাকা বলেও জানান তিনি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer