Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নতুন সম্রাটের সঙ্গে সাক্ষাতে সস্ত্রীক জাপান যাচ্ছেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ১৯ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

নতুন সম্রাটের সঙ্গে সাক্ষাতে সস্ত্রীক জাপান যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া আগামী মাসের শেষের দিকে জাপান সফর করতে যাচ্ছেন। আগামী মে মাসে যুবরাজ নারুহিতো দেশটির সম্রাটের দায়িত্ব নেয়ার পর তারাই প্রথম রাষ্ট্রীয় বিদেশি অতিথি হিসেবে তার সঙ্গে সাক্ষাত করতে এ সফরে যাবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।

এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘২০১৯ সালের ১ মে নারুহিতো জাপানের সম্রাটের দায়িত্ব গ্রহণের পর দেশটির প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে ট্রাম্প ২৫ থেকে ২৮ মে পর্যন্ত টোকিও সফর করবেন।’

স্যান্ডার্স বলেন, এছাড়াও আগামী ২৬ ও ২৭ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ওয়াশিংটন সফরকালে ট্রাম্প তার সঙ্গে বৈঠক করবেন।স্যান্ডার্স আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী অ্যাবের মধ্যে এ বৈঠক যুক্তরাষ্ট্র-জাপান জোটের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং সারা বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভিত্তি পুন:নিশ্চিত করা হবে।’

এদিকে ওসাকায় হতে যাওয়া জি২০ সম্মেলনে যোগ দেয়ার জন্য আগামী জুনে ট্রাম্প ফের জাপান সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer