Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

নজরুল ইসলামকে ইথিওপিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

নজরুল ইসলামকে ইথিওপিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকা: সরকার মো. নজরুল ইসলামকে ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে। নজরুল ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক উইংয়ের মহাপরিচালক হিসাবে দায়িত্বরত রয়েছেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় নজরুল ইসলাম বিসিএস ১৫তম ব্যাচে পররাষ্ট্র বিষয়ক ক্যাডারে যোগদান করেন। কূটনীতিক পেশায় তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। মন্ত্রণালয়েও তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ফ্রান্স, নেদারল্যাডসসহ বিভিন্ন দেশে উচ্চতর বিষয়ে লেখা-পড়া এবং প্রশিক্ষণ গ্রহণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer