Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’ : বাংলাদেশের কাছে দুই ঘূর্ণাবর্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ৩ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’ : বাংলাদেশের কাছে দুই ঘূর্ণাবর্ত

ঘূর্ণিঝড় নিভারের রেশ কাটতে না কাটতেই ভারতের দিকে এগোচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুরেভি।বৃহস্পতিবার দুপুরে দেশটির কন্যাকুমারীতে এটি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার সন্ধ্যার দিকে শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে তাণ্ডব শুরুর পর রাত সাড়ে ১০টার দিকে ধীরে ধীরে সরে যেতে থাকে ঘূর্ণিঝড় বুরেভি।

শ্রীলংকা হয়ে তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি৷ ইতিমধ্যে কেরালা ও তামিলনাড়ুর কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে৷

ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারইকানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া হেলিকপ্টার, নৌকাও তৈরি রাখা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer