Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ধর্মীয় ভাবগম্ভীর্যে আখেরি চাহার শোম্বা পালিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ৮ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ধর্মীয় ভাবগম্ভীর্যে আখেরি চাহার শোম্বা পালিত

ঢাকা: সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়েছে। হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়ে থাকে।

পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপন উপলক্ষে বুধবার বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সারাদেশ বিভিন্ন মসজিদ, মাদরাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ ছিল। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য।

নবী করিম (সা.) ইন্তেকালের আগে এদিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসি শব্দমালা ‘আখেরি চাহার শোম্বা’ অর্থ শেষ চতুর্থ বুধবার। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer