Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দ্বিতীয় দিনেও কাঙ্ক্ষিত টিকেট পাননি অনেকেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৮ মে ২০১৯

আপডেট: ১৩:০০, ১৮ মে ২০১৯

প্রিন্ট:

দ্বিতীয় দিনেও কাঙ্ক্ষিত টিকেট পাননি অনেকেই

ফাইল ছবি

ঢাকা : ঈদ-উল-ফিতর সামনে রেখে দ্বিতীয় দিনের মতো চলছে বাসের আগাম টিকেট বিক্রি। শনিবার সকাল ছয়টা থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীসহ বিভিন্ন কাউন্টার থেকে একযোগে শুরু হয় টিকেট বিক্রি।

প্রথম দিনের মতো ভিড় না থাকলেও অনেকেই সেহেরীর পর থেকে লাইনে দাঁড়ান টিকেট সংগ্রহের জন্য। তবে অভিযোগ ছিলো কাঙ্ক্ষিত দিনের টিকেট না পাওয়ার।

সবচেয়ে বেশি চাহিদা ৩ জুনের, কিন্তু প্রথম দিনই সব টিকেট শেষ হওয়ায় ক্ষোভ জানান যাত্রীরা। প্রথম দিনে লাইনের শুরুতে দাঁড়িয়েও পেছনের সারির টিকিট পাওয়ার অভিযোগ করেন অনেকে।

অতিরিক্ত চাপ থাকায় ৩ জুন বিশেষ বাস সার্ভিস দেয়ার কথা চিন্তা করছে কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer